দন্তেওয়াড়া-বিজাপুর সীমান্তে বড় সাফল্য ! যৌথ বাহিনীর অভিযানে নিহত ৭ নকশাল, শহিদ ২ জওয়ান

বড় সাফল্য পেল যৌথ বাহিনী।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে নকশালদের তীব্র সংঘর্ষে ৭ জন নকশাল নিহত হয়েছেন। বিজাপুর-দন্তেওয়াড়া আন্তঃজেলা সীমান্তের পশ্চিম বস্তার ডিভিশন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বস্তারের আইজি পি. সুন্দররাজ এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নকশালদের বিরুদ্ধে এই অভিযানটি যৌথভাবে চালানো হয়েছিল, যেখানে নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান শহিদ হয়েছেন এবং একজন আহত হয়েছেন।


আইজি পি. সুন্দররাজ জানিয়েছেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) দন্তেওয়াড়া-বিজাপুর ইউনিট, স্পেশাল টাস্ক ফোর্স (STF), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং কোবরা (CoBRA) বাহিনীর সদস্যরা যৌথভাবে এই অভিযান চালায়।

নিহত নকশাল: অভিযানে মোট ৭ জন নকশাল নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

জওয়ানদের ক্ষতি: দেশের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন ২ জন জওয়ান (শহিদ)। এই সংঘর্ষে আরও ১ জন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

naxal

দীর্ঘদিন ধরে বস্তার অঞ্চলে নকশালদের কার্যকলাপ দমনে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে। আজকের এই সাফল্য নকশাল-বিরোধী অভিযানে এক বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে, তবে দুই জওয়ানের আত্মত্যাগ এই অঞ্চলের কঠিন পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়।