New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ পুনে জেলার জেজুরি-মোরগাঁও রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। একটি সেডান গাড়ি ও একটি পিক-আপ ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার বিষয়ে পুনে রুরাল এসপি (SP) সন্দীপ সিং গিল জানিয়েছেন, ''আরও বিস্তারিত তথ্য খুব দ্রুত জানানো হবে।'' পুলিশের দাবি এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/17/C0MGD7eMvkLmzMSIoMQd.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us