New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার বেআইনিভাবে ভারতে বসবাস করার অভিযোগে ৬ জন মহিলাসহ, মোট ৭জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহারাষ্ট্রের থানে জেলার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রের মারফত পাওয়া খবরের ভিত্তিতে, থানের একটি নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এদের কাছে ভারতে থাকার বৈধ কোনও নথিপত্রই নেই। এরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং এখানে লুকিয়ে ছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
পুলিশ এখন তদন্ত করে দেখছে যে, এই ব্যক্তিরা কোনও পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত কিনা। এদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট (Foreigners Act)-এর অধীনে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us