/anm-bengali/media/media_files/2025/08/18/screenshot-2025-08-18-949-am-2025-08-18-09-37-10.png)
নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার ছাসোটি গ্রামে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে প্রাণ হারিয়েছেন অন্তত ৬১ জন। রাজ্যের মুখ্যসচিব অটল দুল্লো বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে ভারতীয় সেনা, এনডিআরএফ, এসডিআরএফ, স্থানীয় পুলিশ এবং প্রশাসন যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জমে থাকা পাথর ও ধ্বংসস্তূপ সরাতে এবং আটকে পড়া মানুষদের বের করতে সেনাবাহিনী ‘কন্ট্রোল্ড ব্লাস্টিং’-এর সাহায্য নিয়েছে। বিপর্যস্ত গ্রামজুড়ে উদ্ধারকাজ রাতদিন চলছে।
/anm-bengali/media/post_attachments/0699c233-230.png)
কিশতওয়ারের একাধিক গ্রাম জলস্রোতে ভেসে যাওয়ায় বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তাঘাট ভেঙে পড়ায় দুর্গম এলাকায় পৌঁছনো কঠিন হয়ে পড়েছে উদ্ধারকর্মীদের জন্য। সেনাবাহিনী হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
মুখ্যসচিব অটল দুল্লো জানিয়েছেন, “এই বিপর্যয়ে এখন পর্যন্ত ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রশাসন সর্বশক্তি দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।
এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে কিশতওয়ার জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজ্য সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে বলে জানা গেছে।
#WATCH | J&K: Controlled blasting done during the search and rescue operation by Indian Army, NDRF, SDRF, Police and local administration in flash flood-hit Chasoti village in Kishtwar district.
— ANI (@ANI) August 18, 2025
As per J&K Chief Secretary Atal Dulloo, 61 people have lost their lives in the… pic.twitter.com/dfCIUu8fmd
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us