BREAKING: ইসরায়েল থেকে ভারতে ফিরছেন ৬০৪ জন নাগরিক ! অপারেশন সিন্ধু নিয়ে বড় আপডেট দিল ভারত সরকার

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার অপারেশন সিন্ধু নিয়ে এক বড় আপডেট দিল ভারত সরকার। সরকারি সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী জানা যাচ্ছে যে,অপারেশন সিন্ধু-র মাধ্যমে এখনও পর্যন্ত ৬০৪ জন ভারতীয় নাগরিককে ইসরায়েল থেকে নিরাপদে বের করে নেওয়া হয়েছে। এই ৬০৪ জন নাগরিক জর্ডান ও মিশরের মাধ্যমে ভারতে পৌঁছাবেন। এরমধ্যে প্রথম দলে থাকা ১৬১ জন ভারতীয় নাগরিক আগামী ২৪ জুন রাত ১টা ১৯ মিনিটে দিল্লি পৌঁছাবেন। এই উদ্ধার কাজ ভারতের পররাষ্ট্র মন্ত্রক ও সংশ্লিষ্ট দূতাবাসগুলির সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

indian flag