ভেঙে পড়লো রোপওয়ের ট্রলি ! মর্মান্তিক দুর্ঘটনায় গুজরাটে নিহত ৬

মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল গুজরাটে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গুজরাটের বিখ্যাত তীর্থস্থান পাভগড়ে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। আজ গুজরাটের পাভগড়ে রোপওয়ের জন্য নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রলি ভেঙে পড়ার কারণে প্রায় ৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন পঞ্চমহল জেলার ডিএসপি (DSP) ড. হর্ষ দুধাত।

Accident

এই বিষয়ে পুলিশ সুপার জানান,''এই রোপওয়েটি মূলত নির্মাণ কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল। আজ শনিবার সকালে যখন ট্রলিটি নির্মাণ সামগ্রী নিয়ে উপরের দিকে যাচ্ছিল, তখন সেটি হঠাৎ করে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ঠিক কতজন মানুষ ওই ট্রলিতে ছিল তা এখনও স্পষ্ট নয়।'' এই দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।