BREAKING: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে বড় সাফল্য ! নিহত ৬ নকশাল

বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার অবুঝমার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে পিপলস লিবারেশন গেরিলা আর্মির প্লাটুন নম্বর ১-এর ৬ জন নকশাল নিহত হয়েছে। এই অভিযান যৌথভাবে পরিচালনা করেছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG), বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এবং স্পেশাল টাস্ক ফোর্স (STF)। সূত্রের খবর অনুযায়ী, গোপন খবরের ভিত্তিতে অবুঝমার এলাকার গভীর জঙ্গলে তল্লাশি অভিযানে নামে বাহিনী। সেখানেই সংঘর্ষ শুরু হয় এবং এই সংঘর্ষে ৬ জন সক্রিয় নকশাল নিহত হয়। অঞ্চলটিতে এখনও অভিযান চলছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর এই সাফল্যকে এক বড় সাফল্য হিসেবেই দেখছে প্রশাসন।

ftgyuio