আত্মসমর্পণ করলো ৬ শীর্ষ মাওবাদী ! পুনর্বাসন নীতিতে বড় সাফল্য পেল মহারাষ্ট্র

বড় সাফল্য পেল মহারাষ্ট্র।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ মহারাষ্ট্রে ভীমন্না, বিমলক্কা, কবিতা, নাগেশ, সমীর আইতু পোটাম এবং নাতা নাম নামের প্রায় ৬ জন শীর্ষ মাওবাদী আত্মসমর্পণ করেছে। এই খবরটি নিশ্চিত করেছেন মহারাষ্ট্র পুলিশের মহাপরিচালক (DGP) রশ্মি শুক্লা। মহারাষ্ট্র সরকার ২০০৫ সাল থেকে যে পুনর্বাসন নীতি (Rehabilitation Policy) বাস্তবায়ন করছে, তার প্রতি যথেষ্ট আকৃষ্ট হচ্ছেন নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-এর বহু সদস্য। আজকের এই ঘটনাটিও এই পুনর্বাসন নীতি (Rehabilitation Policy)-র একটি সাফল্য। 

ftgyuio

এর আগেও এই বছরের ১লা জানুয়ারি, দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য তারাক্কা সিডাম-সহ মোট ১১ জন শীর্ষ মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন। এরপরে, ৬ই জুন, ডিভিসিএম (DVCM) সপনাক্কা বুচাইয়া চৌধুরীর নেতৃত্বে আরও ১২ জন শীর্ষ মাওবাদী আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী ভীমন্না এবং বিমলক্কা প্রত্যেকে ৮.৫ লক্ষ টাকা, কবিতা ৫.৫ লক্ষ টাকা, নাগেশ ০.৫ লক্ষ টাকা, এবং সমীর আইতু পোটাম ও নাতা প্রত্যেকে ৪.৫ লক্ষ টাকা করে কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারের ঘোষিত পুনর্বাসন নীতি অনুযায়ী পুরস্কার পাবেন।