মুম্বই মনোরেল কাণ্ডে ৫৮৫ যাত্রী উদ্ধার

আহতের খবর নেই।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-19 10.04.25 PM

নিজস্ব সংবাদদাতা: সোমবার সন্ধ্যায় মাইসোর কলোনি স্টেশনের কাছে মনোরেল থেমে যাওয়ায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। তবে দ্রুত তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

পূর্বাঞ্চলের অতিরিক্ত পুলিশ কমিশনার মহেশ পাটিল জানান, “সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে আমরা খবর পাই যে মনোরেল আটকে পড়েছে। পুলিশ কর্মী, দমকল ও বিএমসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ৫৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান সম্পূর্ণ সফলভাবে শেষ হয়েছে। কোনো আহত বা হতাহতের খবর নেই।”

monorail

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষার জন্য মেডিক্যাল টিম উপস্থিত ছিল। বিদ্যুৎ বিভ্রাটের কারণে মনোরেল হঠাৎ থেমে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এমএমআরডিএ।