New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার ৫.৮ মাত্রার একটি তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো প্রায় সমগ্র উত্তর-পূর্ব ভারত। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। এই ভূমিকম্পের ফলে আসাম এবং আসাম সংলগ্ন রাজ্যগুলিতে এক তীব্র কম্পন অনুভূত হয়েছে। যদিও এই ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৫ কিলোমিটার। আজ বিকাল ৪টে ৪১ মিনিটে আঘাত হেনেছিল এই ভূমিকম্পটি। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের উদ্যালগিরি জেলা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/04/FuTkTgmGAlGe6ZH31YWx.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us