রাতের খাবার খেয়েই শুরু হল বমি,পেটব্যথা ! তেলেঙ্গানায় গুরুতর অসুস্থ ৫২ ছাত্র

কেন ঘটলো এই ঘটনা ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার একটি সরকারি আবাসিক ছাত্রাবাসে রাতের খাবার খাওয়ার পর অন্তত ৫২ জন ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বিষয়ে ছাত্রাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে রাতের খাবার খাওয়ার পরই ছাত্রদের মধ্যে বমি ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা যায়।

Police

এই ঘটনার পরেই অসুস্থ ছাত্রদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে, তবুও চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। প্রাথমিকভাবে খাবারের বিষক্রিয়া (Food Poisoning) থেকেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই গুরুতর ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা কর্তৃপক্ষ একটি উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।