৫০ বছর আগের কথা, কেন তুলে আনলেন অমিত শাহ?

'জাতির জন্য ক্ষতিকর'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
amitshahh2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: 'আপতকাল কে ৫০ সাল' অনুষ্ঠানে এদিন যোগ দেন অমিত শাহ। ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "আজ জরুরি অবস্থার ৫০তম বার্ষিকীর প্রাক্কালে প্রশ্ন উঠতে পারে যে ৫০ বছর আগের ঘটনা নিয়ে এখন কেন আলোচনা করা হচ্ছে? যখন কোনও জাতীয় ঘটনার ৫০ বছর পূর্ণ হয়, ভালো হোক বা খারাপ, তখন সমাজে তার স্মৃতি মুছে যায়। গণতন্ত্রকে নাড়িয়ে দেওয়া জরুরি অবস্থার মতো ঘটনার স্মৃতি যদি মুছে যায়, তাহলে তা জাতির জন্য ক্ষতিকর"।

amit 24xsf