New Update
/anm-bengali/media/media_files/9DeiqZjK4on6uEECxRLT.jpg)
নিজস্ব সংবাদদাতা: মোদী সরকার এবার দেশের বেকারত্ব কমানোর দিকে নজর দেবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে যে, এবার সরকার ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাইছে।
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক দাবি করছে যে আগামী পাঁচ বছরে দেশে ইলেকট্রনিক উৎপাদন দ্বিগুণ করবে মোদী সরকার। আগামী ৫ বছরে ভারতের ইলেকট্রনিক উৎপাদন প্রায় ২৫০ বিলিয়ন ডলার হয়ে যেতে পারে বলে অনুমান।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us