/anm-bengali/media/media_files/kbSKh4THJ5mql6YBQP3B.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের মাঝেই রাজ্যের নতুন উপ মুখ্যমন্ত্রী ও প্রাক্তন এনসিপি নেতা অজিত পাওয়ারের (Ajit Pawar) বৈঠকে যোগ দিলেন ৫ বিধায়ক। যারা যোগ দিয়েছেন তাঁরা হলেন, রাজেন্দ্র পাটিল, মানিকরাও কোকাটে, ছগন ভুজবল, বাবা আত্রাম, অদিতি তটকরে।
মহারাষ্ট্রেররাজনীতিতেহাইভোল্টেজনাটকচলছে।জাতীয়তাবাদীকংগ্রেসপার্টির (NCP) সঙ্গেঅজিতপাওয়ারেরবিদ্রোহেরপরে, এখনসিনিয়রএবংজুনিয়রপাওয়ারেরমধ্যেনিয়ন্ত্রণেরযুদ্ধচলছে।মঙ্গলবার৪জুলাইবিদ্রোহেরতৃতীয়দিনেমহারাষ্ট্রেদিনভরবৈঠকহয়।মন্ত্রীহিসেবেশপথনেওয়ারপরপ্রথমবারেরমতোমন্ত্রিসভারবৈঠকেযোগদেনউপমুখ্যমন্ত্রীঅজিতপাওয়ারওতাঁরএনসিপিসহকর্মীরা।
বৈঠকেরপরঅজিতপাওয়ারবলেন, ‘নতুনকিছুহয়নি।আমরাএবংমুখ্যমন্ত্রীশিন্ডেইতিমধ্যেমন্ত্রিসভায়একসাথেকাজকরেছি।আমাদেরমন্ত্রিসভারঅভিজ্ঞতাআছে।তাদেরঅধিকাংশইওইমন্ত্রিসভারমন্ত্রীছিলেন।“দফতরবিভাজনেরবিষয়েঅজিতপাওয়ারবলেন, "মুখ্যমন্ত্রীএকনাথশিন্ডেএইবিষয়েসিদ্ধান্তনেবেন।অজিত দাবিকরেছেনযেএনসিপিরবেশিরভাগবিধায়কতাঁরসাথেরয়েছেন।
এরপাশাপাশিমঙ্গলবারমুম্বাইয়েদলেরনতুনঅফিসওউদ্বোধনকরেনঅজিতপাওয়ার।মহারাষ্ট্রসরকারেরঅফিসেরকাছেঅবস্থিতএইনতুনপার্টিঅফিসেঅজিতপাওয়ারএনসিপিরমহারাষ্ট্রইউনিটেরসভাপতিরদায়িত্বওসুনীলতটকরেরহাতেতুলেদেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us