৫ কোটির সোনা চুরি! গ্রেফতার বাংলার দম্পতি

কোয়েম্বাটোর পুলিশের হাতে গ্রেফতার বাংলার দম্পতি। তাদের বিরুদ্ধে অভিযোগ, ১০ কেজি ওজনের সোনার বাট চুরি করেছে তারা। সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত সোনার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

author-image
Ritika Das
New Update
gold4.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: গ্রেফতার পশ্চিমবঙ্গের এক দম্পতি। সোনা চুরি অপরাধে তাদের গ্রেফতার করেছে কোয়েম্বাটোর পুলিশ। একটি গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। সেই অভিযানে ধরা পড়ে পশ্চিমবঙ্গের এক দম্পতি। তাঁদের কাছ থেকে ১০ কেজি ওজনের সোনার বাট উদ্ধার হয়েছে। 

পুলিশ এই সোনা বাজেয়াপ্ত করেছে। কোয়েম্বাটোর পুলিশ জানিয়েছে, এই ১০ কেজি ওজনের সোনার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এএনএম নিউজের সঙ্গে কথা বলার সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছে যে, ওই দম্পতি বেশ কিছু দিন ধরেই এই ধরণের কার্যকলাপে লিপ্ত ছিল। অভিযুক্তরা কীভাবে এবং কোথা থেকে এত বিপুল পরিমাণ সোনার বাট চুরি করেছে, তা এখনও জানতে পারেনি পুলিশ। ওই দম্পতিকে সাহায্য করার জন্য আরও কেউ যুক্ত ছিল কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ। এখন অভিযুক্ত দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।