BREAKING: মধ্যযুগীয় বর্বরতা ! কালোজাদু-টোটকার অভিযোগে একই পরিবারের ৫ জনকে পুড়িয়ে হত্যা বিহারে, কি ব্যাখ্যা দিল পুলিশ ?

মধ্যযুগীয় বর্বরতা বিহারে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ফের এক মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকলো গোটা দেশ। আজ বিহারের পূর্ণিয়ার, মফসিল থানা এলাকার একটি গ্রামে, কালোজাদু ও টোটকার অভিযোগে একই পরিবারের পাঁচজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই বিষয়ে পুলিশ আজ সকাল ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে, পাঁচটি পোড়া দেহ উদ্ধার করে। এই বিষয়ে পূর্ণিয়ার এসডিপিও (SDPO) পঙ্কজ কুমার শর্মা জানান,''সোনু নামের ১৬ বছরের এক ছেলে,আজ পুলিশকে খবর দেয় যে, ওরাঁও সম্প্রদায়ের কিছু মানুষ তার পরিবারের পাঁচজনকে কালোজাদুর অভিযোগে পুড়িয়ে হত্যা করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করতে বাকি তদন্ত চলছে।'' এছাড়াও পুলিশ জানিয়েছে, ''পুরো গ্রামের লোকজন এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ছিল।''

Fire