এরাজ্যের ৫ সঙ্কট কি কি? সবার সামনে আনলেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গ একই সাথে অনেক সংকটে ঘেরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
m36t

File Picture

নিজস্ব সংবাদদাতা: আলিপুরদুয়ারের জনসভায় ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সভা থেকে মোদী বলেন, “আজ পশ্চিমবঙ্গ একই সাথে অনেক সংকটে ঘেরা। প্রথমত, সমাজে ছড়িয়ে পড়া সহিংসতা এবং অরাজকতার সংকট। দ্বিতীয়ত, আমাদের মা ও বোনদের নিরাপত্তাহীনতা, যারা জঘন্য অপরাধের শিকার হচ্ছে। তৃতীয় সংকট হল যুবসমাজের মধ্যে চরম হতাশা এবং ব্যাপক বেকারত্ব ছড়িয়ে পড়া। চতুর্থ সংকট হল ব্যবস্থার উপর ক্রমাগত আস্থা হ্রাস। পঞ্চম সংকট হল শাসক দলের স্বার্থপর রাজনীতি, যা দরিদ্রদের অধিকার হরণ করে চলেছে”।

nt7uews