৪০ কোটি টাকার মেফেড্রোন তৈরির গোপন ল্যাব ফাঁস ! মূল চক্রী-সহ ৫ জন গ্রেপ্তার

বড় সাফল্য পেল পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
Arrest

নিজস্ব সংবাদদাতা : রাজস্থানের সিরোহি জেলার একটি প্রত্যন্ত গ্রামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এবং রাজস্থান পুলিশের যৌথ অভিযানে একটি মেফেড্রোন (Mephedrone) তৈরির গোপন ল্যাবরেটরি ফাঁস করা হয়েছে। এই অভিযানে প্রচুর পরিমাণে রাসায়নিক ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা।

drugs ert.jpg

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) বিবৃতি অনুসারে, বাজেয়াপ্ত হওয়া রাসায়নিকগুলি থেকে প্রায় ১০০ কেজি মেফেড্রোন তৈরি করা যেত, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা।