New Update
/anm-bengali/media/media_files/2025/04/27/do7BIvbKWSSlSMVRDuka.jpeg)
নিজস্ব সংবাদদাতা - এবার পয়সার বিনিময়ে পাকিস্তানকে গুপ্ত খবর পাচার করার অভিযোগে হরিয়ানায় একসাথে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধেই যথেষ্ট প্রমান থাকায় এদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে। আজ মূলত কিছু বিশেষ সূত্র মারফত পাওয়া খবর, থেকেই এদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযানে নাম ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। এরপর এদের সকলকেই গ্রেপ্তার করা হয়। ধৃতদের কড়া জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
/anm-bengali/media/media_files/qDolrFXLZ9ff9eAeoYNF.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us