ঘন কুয়াশার জেরে কার্যত অচল বেঙ্গালুরু বিমানবন্দর ! সকাল থেকে বিলম্বিত ৪১টি ফ্লাইট

কেন বিলম্বিত ৪১টি ফ্লাইট ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে আজ সকাল থেকেই কর্ণাটকের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Kempegowda International Airport) বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৫টা থেকে এখনও পর্যন্ত প্রায় ৪১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরুর পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়াশার ঘনত্ব অত্যাধিক হওয়ায় রানওয়ের দৃশ্যমানতা (Visibility) কমে গেছে। নিরাপত্তার কারণে বিমান অবতরণ এবং উড্ডয়ন উভয় ক্ষেত্রেই দেরি হচ্ছে।

airport

বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা সকাল থেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে,''পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সমস্ত প্রচেষ্টা চলছে এবং আবহাওয়ার উন্নতি হওয়া মাত্রই বিমান চলাচল স্বাভাবিক হবে। যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তার জন্য বিমান সংস্থাগুলির পক্ষ থেকে প্রয়োজনীয় ঘোষণা ও সহায়তা প্রদান করা হচ্ছে।''