/anm-bengali/media/media_files/2025/05/17/zDCklTOtxfXoBKKF6v5B.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাণিজ্যনগরী মুম্বইয়ে বড়সড় নাশকতার আশঙ্কা। শুক্রবার এক উড়ো ফোনকলে দাবি করা হয়, শহরে ৪০০ কেজি আরডিএক্স ছড়িয়ে দেওয়া হয়েছে। ৩৪টি গাড়িতে রাখা হয়েছে বোমা এবং ৩৪ জন মানব বোমা শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। ভয়ঙ্কর বিস্ফোরণে গোটা শহর কাঁপিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে তার প্রভাব শুধু মুম্বই নয়, পড়তে পারে গোটা দেশে এমনটাও আশঙ্কা করা হয়।
সূত্রের খবর, মুম্বই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে আসে এই হুমকি ফোন। হুমকিদাতা জানায়, আসন্ন অনন্ত চতুর্দশীতে বিস্ফোরণ ঘটানো হবে। দাবি করা হয়েছে, এই হামলায় এক কোটি মানুষের মৃত্যু ঘটবে।
লস্কর-ই-জিহাদি নামের এক সংগঠন এই হুমকির পিছনে রয়েছে বলে জানা গিয়েছে। খবর ছড়াতেই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। গোটা শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সম্ভাব্য সংবেদনশীল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজরদারি শুরু হয়েছে।
প্রসঙ্গত, এর আগে একাধিকবার ভুয়ো হুমকি বার্তা ঘিরে তোলপাড় হয়েছে মুম্বই। অগস্ট মাসে দক্ষিণ মুম্বইয়ের ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার ই-মেল এসেছিল। তল্লাশি চালিয়েও কিছু মেলেনি। চলতি সপ্তাহেই থানে থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় রেলস্টেশন উড়িয়ে দেওয়ার ভুয়ো হুমকি দেওয়ার অভিযোগে। তবে এবারের বিষয়টা আরও জোরালো। তাই হাই অ্যালার্ট জারি হয়েছে মুম্বই জুড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us