নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার পিঞ্জোরের কাছে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হল স্কুল বাস। তার জেরে গুরুতর আহত হয়েছে একাধিক পড়ুয়া। প্রায় ৪০ জন পড়ুয়াকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার এই ঘটনায় নড়েচড়ে বসলো হরিয়ানা রোডওয়েজ। হরিয়ানা রোডওয়েজ ওই বাসের চালক এবং কন্ডাক্টরকে সাসপেন্ড করেছে। কেননা, দুর্ঘটনার পরই ওই বাসের চালক পালিয়ে যায় এবং ঘটনায় আহত কন্ডাক্টর পিঞ্জোরের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
/anm-bengali/media/media_files/Zm2nzvAohORUAnKq8ZNs.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)