BREAKING: দিল্লির পর এবার বেঙ্গালুরুর ৪০টিরও বেশি বেসরকারি স্কুলে বোমা হুমকি !

এবার হুমকির শিকার বেঙ্গালুরু।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার ভোরে বেঙ্গালুরুর অন্তত ৪০টি বেসরকারি স্কুলে, ইমেইল মারফত বোমা হামলার হুমকি পাঠানো হয়। যারফলে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মূলত রাজরাজেশ্বরী নগর, কেঙ্গেরি-সহ অন্যান্য বিভিন্ন এলাকায় অবস্থিত স্কুলগুলিই এই হুমকি ইমেইল পেয়েছে। এই বিষয়ে বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে,'' এই হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এছাড়াও বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে। প্রতিটি স্কুল চত্বরে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি চালানো হচ্ছে।

blast

এই ইমেলটির শিরোনাম ছিল “BOMBS INSIDE THE SCHOOL” এবং এটি পাঠানো হয়েছে roadkill333@atomicmail.io নামের একটি আইডি (ID)থেকে। হুমকিদাতা দাবি করেছে, স্কুলের শ্রেণিকক্ষগুলিতে টিএনটি (TNT) বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ইমেইলে লেখা ছিল:

"আমি তোমাদের স্কুলের শ্রেণীকক্ষে একাধিক বিস্ফোরক (ট্রাই-নাইট্রো-টোলুইন) বসিয়েছি। সেগুলি কালো প্লাস্টিকের ব্যাগে লুকানো আছে। তোমাদের সবাইকে পৃথিবী থেকে মুছে ফেলব। কেউ বাঁচবে না। খবরের চ্যানেলে বাবা-মায়েদের কান্না দেখে আমি হাসব।"