নিজস্ব সংবাদদাতা : তেলেঙ্গানার আসিফ নগর এলাকার, মুকতাবা অ্যাপার্টমেন্টে একটি লিফট দুর্ঘটনায়, মাত্র ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাত ১০টার দিকে, ওই অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীর ছেলে নরেন্দ্র, ওই অ্যাপার্টমেন্টের লিফটে খেলছিল। সেইসময়ে কেউ একজন ওই লিফট ব্যবহার করার জন্য, লিফটের বোতাম টিপলে লিফটটি ওপরের দিকে উঠতে শুরু করে এবং শিশু নরেন্দ্র ওই লিফটের গেটে আটকে যায়।
/anm-bengali/media/media_files/2025/03/13/wYH8uOwrkmKeVIpfpgaI.jpeg)
এই দুর্ঘটনার পর ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।