ভয়াবহ দুর্ঘটনা! ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানুষ, পশুর দেহ

আজ বৃহস্পতিবার মহারাষ্ট্রে বিরাট এক দুর্ঘটনা (Accident) ঘটেছে। মানুষের তো মৃত্যু হয়েইছেই, এর পাশাপাশি বহু ভেড়ারও মৃত্যু হয়েছে। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে রাজ্যে।

author-image
SWETA MITRA
25 May 2023
ভয়াবহ দুর্ঘটনা! ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানুষ, পশুর দেহ

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার মহারাষ্ট্রে বিরাট এক দুর্ঘটনা (Accident) ঘটেছে। মানুষের তো মৃত্যু হয়েইছেই, এর পাশাপাশি বহু ভেড়ারও মৃত্যু হয়েছে। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে রাজ্যে। জানা গিয়েছে, মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় ভেড়া বোঝাই একটি ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দুর্ঘটনায় উভয় ট্রাকের চারটি লোক এবং ১৫০ টি ভেড়া মারা যায়। এদিকে দুর্ঘটনার কারণে নান্দেদ-কালামনুরি সড়কেও কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। তবে স্থানীয়দের সহায়তায় পুলিশ রাস্তাটি পরিষ্কার করতে পারে। এরপর পুনরায় সেই রাস্তায় যান চলাচল শুরু হয়।  প্রাথমিক তথ্য অনুযায়ী, কোনও একটি ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার জেরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।