BREAKING: নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য ! নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত ৪

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ে, নকশালবিরোধী অভিযানে ফের বড় সাফল্যের মুখ দেখলো নিরাপত্তা বাহিনী। আজ ছত্তিশগড়ের বিথলি থানা এলাকার পাহাড়ি অঞ্চলে, পাচামা দাদারে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে, নিহত হয়েছে চারজন নকশাল। এই চারজনের মধ্যে তিনজন মহিলাও আছেন। এই অভিযান চলাকালীন একটি হ্যান্ড গ্রেনেড, একটি রকেট লঞ্চার, একটি ৩১৫ বোর রাইফেল এবং কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে বিশেষ ডিজি (নকশাল দমন) শ্রী পঙ্কজ শ্রীবাস্তব জানান, ''এই সংঘর্ষের সময় কিছু নকশাল সদস্য পালিয়ে যায়। তবে সমগ্র এলাকা জুড়ে এখনও তল্লাশি অভিযান চলছে।''

Naxal