নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশে রাজা রঘুবংশী হত্যা মামলার চার অভিযুক্তকে আরও তদন্তের জন্য সাত দিনের ট্রানজিট রিমান্ডে নিল শিলং পুলিশ। সোনম রঘুবংশী সহ বাকি তিনজনকেই নিজেদের হেফাজতে নিয়েছে শিলং পুলিশ। আর অভিযুক্তদের হাতে পাওয়ার পরই শিলং-এর উদ্দেশ্যে রওনা দিল পুলিশ আধিকারিকরা।
/anm-bengali/media/post_attachments/0e395aba-aaf.png)