"মেকেদাতু ইস্যুতে ৩৯ সাংসদ নীরব" — পালানিস্বামি

"মেকেদাতু বাঁধে ডেল্টা মরুভূমি হবে, অথচ ৩৯ সাংসদ নীরব" — কংগ্রেস ও INDIA জোটকে আক্রমণ এডাপ্পাডি পালানিস্বামির।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
GwjSwcbbQAE3eT9

নিজস্ব সংবাদদাতা: AIADMK-এর সাধারণ সম্পাদক এডাপ্পাডি কে. পালানিস্বামি কংগ্রেস ও INDIA জোটকে তীব্র আক্রমণ করলেন মেকেদাতু বাঁধ প্রকল্প নিয়ে। তিনি বলেন, "INDIA জোট আদৌ একতাবদ্ধ কি না, সেটাই বড় প্রশ্ন। কর্ণাটকে কংগ্রেস সরকার মেকেদাতু বাঁধ নির্মাণের চেষ্টা করছে। রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী কেন তাঁদের কর্ণাটক নেতাদের থামাতে বলছেন না?"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "মেকেদাতু বাঁধ তৈরি হলে তামিলনাড়ুর ডেল্টা অঞ্চল একেবারে মরুভূমিতে পরিণত হবে। কর্ণাটক বারবার ঘোষণা করছে, অথচ কংগ্রেস নীরব।" ৩৯ জন DMK সাংসদের সমালোচনা করে পালানিস্বামি বলেন, "তাঁরা যেন কুম্ভকর্ণের ঘুমে আছেন। সংসদে এই ইস্যু তুলছেন না। আমরা যখন বিজেপির সঙ্গে ছিলাম, তখনও কাবেরী ইস্যুতে ২২ দিন সংসদে প্রতিবাদ করেছিলাম। সেটাই AIADMK-এর দায়বদ্ধতা।" তিনি আরও বলেন, "আপনারা ৩৯ জন সাংসদ নিয়ে কিছুই করছেন না, কারণ আপনাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। পরিবারতন্ত্র রক্ষাই আপনাদের একমাত্র লক্ষ্য।" এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।