তেলেঙ্গানায় ৩৭ জন মাওবাদীরা আত্মসমর্পণ,উদ্ধার বিপুল পরিমান অস্ত্র ! দেখে নিন পরিচয়

দেখে নিন আত্মসমর্পনকারীদের পরিচয়।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : তেলেঙ্গানা পুলিশের কাছে আজ মোট ৩৭ জন মাওবাদী ক্যাডারের আত্মসমর্পণের ঘটনাকে মাওবাদী বিরোধী অভিযানে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই আত্মসমর্পণকারীদের মধ্যে সিপিআই (মাওবাদী) সংগঠনের ৩ জন অত্যন্ত সিনিয়র রাজ্য কমিটির সদস্যও (SCM) রয়েছেন, যা মাওবাদী সংগঠনের জন্য একটি বড় ধাক্কা।

আত্মসমর্পণকারী ৩৭ জন আন্ডারগ্রাউন্ড ক্যাডারের মধ্যে তিনজন সিনিয়র স্টেট কমিটি মেম্বারকে (SCM) চিহ্নিত করা হয়েছে। তাদের নাম : ১. কোয়্যাদা সাম্বাইয়া ওরফে আজাদ (তেলেঙ্গানা স্টেট কমিটির সদস্য), ২.আপ্পাসি নারায়ণ ওরফে রমেশ (তেলেঙ্গানা স্টেট কমিটির সদস্য), ৩. মুচাকি সোমাদা এরা (ডিকেএসজেডসি – দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি-র সদস্য)।

এই আত্মসমর্পণের ফলে মাওবাদী সংগঠনের উপর সবচেয়ে বড় আঘাত এসেছে শুধুমাত্র অস্ত্র উদ্ধারের মাধ্যমে। আত্মসমর্পণকারী ৩৭ জনের মধ্যে কেএম ডিভিসি (KM DVC)-এর অন্তর্ভুক্ত ৭ জন ক্যাডার শুধু জীবনের মূলস্রোতেই ফেরেননি, তারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদও পুলিশের হাতে তুলে দিয়েছে। 

ftgyuio

মোট ৮টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ক্যালিবারের ৩৪৩টি তাজা গুলি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে:

১টি একে-৪৭ (AK-47) রাইফেল

২টি এসএলআর (SLR) রাইফেল

৪টি .৩০৩ রাইফেল

১টি জি৩ (G3) রাইফেল

তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, এত সংখ্যক সিনিয়র নেতার আত্মসমর্পণ এবং উন্নতমানের অস্ত্রের পুনরুদ্ধার মাওবাদী কার্যকলাপের নেটওয়ার্ককে দুর্বল করে দেবে।