গ্রেফতার, এক মাস পর ঘরে ফিরল দেশের ৩৬ জন জেলে!

ব্রিটিশ সমুদ্রসীমায় আটক তামিলনাড়ুর ৩৬ জন জেলে ঘরে ফিরল।

author-image
Aniruddha Chakraborty
New Update
,মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ সমুদ্রসীমায় আটক ৩৬ জন জেলেকে সোমবার অর্থাৎ আজ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ভারত মহাসাগরে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি (বিআইওটি)- এর কাছ থেকে এই জেলেদের গ্রেফতার করা হয় এবং ২৫,০০০ ব্রিটিশ পাউন্ড (২৬ লক্ষ টাকা) জরিমানা করা হয়।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৬,৪০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে ৫৮টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জ বিআইওটি-র কাছে প্রায় ২৩০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। জরিমানা পরিশোধ না করায় একটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং আরেকটি নৌকা ও এর ৩৬ জন ক্রুকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিআইওটি টহল জাহাজ 'গ্রামপিয়েন এন্ডুরেন্স' এবং তাদের নিজস্ব নৌকায় করে জেলেদের কেরালার ভিজিনজামে নামিয়ে দেওয়া হয়। পরে তাদের ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ 'আনাঘ' ও 'সি ৪৪১'-এর কাছে হস্তান্তর করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তামিলনাড়ুর থেঙ্গাপট্টিনামে নিরাপদে যাওয়ার জন্য জেলেদের মৎস্য বিভাগের হাতে তুলে দেওয়ার আগে ভিজিনজামের সংশ্লিষ্ট সংস্থাগুলো জেলেদের স্বাস্থ্য পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করেছিল।