৩০০০ থেকে ৪০০০ বাড়ি…জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এক মাসেরও বেশি সময় ধরে মণিপুরে চলমান গোষ্ঠী সংঘর্ষে ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ৩ মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে এসটি মর্যাদার দাবিতে 'আদিবাসী সংহতি মিছিল' আয়োজনের পর প্রথমবারের মতো সংঘর্ষ শুরু হয়।

author-image
SWETA MITRA
New Update
manipur cm.jpg

নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার কয়েকদিন ধরে দফায় দফায় অশান্ত হয়ে উঠছে মণিপুর (Manipur) রাজ্য। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলে অভিযোগ করেছেন রাজ্যবাসী। এরই মাঝে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করলেনমণিপুরেরমুখ্যমন্ত্রীএনবীরেনসিং। তিনি আজ সোমবারবলেছেন, "আমিকিছুত্রাণশিবিরপরিদর্শনকরেছি।রাজ্যসরকারঅস্থায়ীভাবেতাদেরথাকারজন্যপ্রি-ফ্যাব্রিকেটেডবাড়িতৈরিকরতেচলেছে।প্রায়৩০০০-৪০০০বাড়িনির্মাণকরাহবে।আমরাএমনজায়গাখুঁজছিযেখানে বাড়িগুলি নির্মাণকাজকরাযেতেপারে।"