অপারেশন সিন্ধু, ইরান থেকে দেশে ফিরলেন ৩০০ জন

একটি বিমান দিল্লিতে অবতরণ করে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
US citizens flee Iran Israel

File Picture

নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিন্ধুর তৎপরতায় ফের ইরান থেকে ভারতে ফিরলো ২৯৬ জন ভারতীয় এবং ৪ জন নেপালি নাগরিক। মোট ৩০০ জনকে নিয়ে এদিন আরও একটি বিমান দিল্লিতে অবতরণ করে।

এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "২৫ জুন বিকেল ৪:৩০ মিনিটে মাশহাদ থেকে নয়াদিল্লিতে পৌঁছানো একটি বিশেষ বিমানে ২৯৬ জন ভারতীয় এবং ৪ জন নেপালি নাগরিককে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অপারেশন সিন্ধু-এর অংশ হিসেবে ৩১৫৪ জন ভারতীয় নাগরিককে এখন ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে"।