/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ ‘লাখপতি দিদি’ প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ৩০ লক্ষ মহিলাকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে। এই বিষয়ে কথা বলতে গিয়ে আসামের মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, ''১লা এপ্রিল থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের সূচনা করবেন।''
/anm-bengali/media/media_files/G39BpBurwgy0b01o6bEe.jpg)
তিনি আরও জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে আমাদের দেশে মোট চারটিই প্রধান শ্রেণি আছে, এবং এই চারটি প্রধান শ্রেণী অর্থাৎ গরিব, যুবক, মহিলা ও কৃষকদের সমস্ত কিছুতেই অগ্রাধিকার দেওয়া হবে। সেই লক্ষ্যেই কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার। আমাদের রাজ্যে প্রায় ৪০ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে ৩০ লক্ষ মহিলাকে ‘লাখপতি দিদি’ প্রকল্পে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
#WATCH | Guwahati: Assam Minister Ranjeet Kumar Dass says, "PM Narendra had announced that there are four castes - poor, the youth, women, and farmers. PM Modi is making all efforts to bring these 4 castes to the fore. Besides this, Assam CM Himanta Biswa Sarma is making all… pic.twitter.com/ZNr344zHBG
— ANI (@ANI) March 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us