জম্মু-কাশ্মীরে বড়মাপের সন্ত্রাসবাদী নেটওয়ার্কের পর্দাফাঁস ! গ্রেপ্তার ৩

বড় সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়, সন্ত্রাসবাদীদের একটি বড়মাপের মডিউলের পর্দাফাঁস করলো জম্মু-কাশ্মীর পুলিশ। এই অভিযানে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৭টি একে-৪৭ রাইফেল (এর মধ্যে ৪টি আগেই উদ্ধার করা হয়েছে) এবং প্রচুর যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Arrest

এই বিষয়ে জম্মু অঞ্চলের পুলিশ মহাপরিদর্শক (IGP) জানিয়েছেন,''এই অভিযানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এই গ্রেপ্তারির ফলে ওই এলাকায় একটি বড়মাপের সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পূর্ণভাবে বানচাল করা সম্ভব হয়েছে। পুলিশ এখন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে বের করার চেষ্টা করছে।''