৩টি স্কুলে বোমাতঙ্ক, কোনও কি ট্র্যাপ নাকি জঙ্গি নাশকতার ছক!

মেইল অ্যাড্রেস সার্চ করে দেখছে প্রশাসন।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
terrorism

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির কয়েকটি স্কুলে বোমাতঙ্কের হুমকি প্রশ্ন তুলে দিয়েছে হাজারও। কেননা যে তিনটি স্কুলে হুমকি মেইল গিয়েছে ইতিমধ্যেই সেই তিনটি স্কুলই দিল্লির ম্যাপে একই লাইনে পড়ছে। আর সবচেয়ে বড় বিষয় হল এই রুটের মধ্যেই দিল্লি আন্তর্জাতিক বিমান বন্দরও পড়ে। স্বাভাবিক ভাবেই এই হুমকি মেইল শুধু মাত্র কোনও ট্র্যাপ নাকি বড় নাশকতার সংকেত তাই এখন ভাবাচ্ছে দিল্লি পুলিশকে। মেইল অ্যাড্রেস সার্চ করে দেখছে প্রশাসন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, গতকাল থেকে এখনও পর্যন্ত অনেক জায়গায় মেইল পাঠানো হয়েছে এবং এটি একই ধাঁচের বলে মনে করছে দিল্লি পুলিশ। ডেট লাইন উল্লেখ নেই মেইলে। আর হুমকি মেইলটি BCC করা হয়েছে, যার মানে একটি মেইল অনেক জায়গায় পাঠানো হয়েছে। বর্তমানে এই মেইল রহস্যের তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ।

fhhygtrg.png

mkokk8i.png

Add 1