তিন ভাষা নীতি নিয়ে সরগরম তেলেঙ্গানা, কি বলছে বিজেপি?

লোকসভা অধিবেশনের উভয় কক্ষেই নতুন করে চড়েছে উত্তেজনার পারদ এই তিন ভাষা নীতির জন্য।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
CR Kesavanq2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার মরশুম নতুন করে উত্তপ্ত তিন ভাষা নীতি নিয়ে। যা মানতে চাইছেন না অনেকেই। যা নিয়ে লোকসভা অধিবেশনের উভয় কক্ষেই নতুন করে চড়েছে উত্তেজনার পারদ।  

NEP-তে তিন-ভাষা নীতির বিষয়ে, বিজেপির মুখপাত্র সিআর কেসাভান এদিন বলেন, “আমাদের রূপান্তরমূলক NEP ২০২০ প্রগতিশীল কারণ এটি সবার জন্য শিক্ষার সমতা নিশ্চিত করে এবং আমাদের ছাত্র ও যুবকদের ক্ষমতা বৃদ্ধি করে৷ DMK-এর দ্রাবিড় শিক্ষার মডেলটি বিভাজনমূলক এবং পশ্চাদপসরণমূলক কারণ এটি তাদের DMK-এর ভবিষ্যতের ছাত্রদের স্কুলে পড়ালেখার সাথে বৈষম্য তৈরি করে৷ বৈষম্যমূলক মানসিকতা এবং বিভেদমূলক মানসিকতা আমাদের ছাত্রদের অনেক ক্ষতি করছে”। 

cr kesavan.jpg