নিজস্ব সংবাদদাতা: এনইপিতে তিনভাষা নীতি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য-রাজনীতি। তামিলনাড়ু সরকার বনাম কেন্দ্রীয় সরকার এই লড়াই যেন ধীরে ধীরে বড় আকার ধারণ করেছে। কেন্দ্রের বিরুদ্ধে সুর তুলতে শুরু করেছেন বিরোধীরা। তবে এবার এই প্রসঙ্গে অন্য কথা বললেন শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।
/anm-bengali/media/media_files/V9SqWcwXxxGGwh05I4rK.jpg)
এদিন তিনি এই প্রসঙ্গে বলেন, “তিনভাষা নীতি এবং তামিলনাড়ু সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্বের সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব। কিন্তু গতকাল ধর্মেন্দ্র প্রধান সংসদে বক্তব্য রাখার সময় যে ঔদ্ধত্য দেখিয়েছেন তা একজন মন্ত্রিপরিষদ মন্ত্রীর জন্য শোভনীয় নয়। তাদের ঔদ্ধত্যের কারণে, তারা বিরোধীদের কথা শুনতে চান না। তাদের বুঝতে হবে যে ডিএমকে-র সদস্যরাও তাদের মতোই নির্বাচিত হয়েছেন”।