BREAKING: কাশ্মীরে বড় সাফল্য! খতম ৩ জইশ জঙ্গি! পহেলগাঁও হামলায় ছিল এরাও

এল বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
terrorism

নিজস্ব সংবাদদাতা: পুলওয়ামার ত্রালে গুলির লড়াইয়ে ৩ জইশ জঙ্গি নিকেশ। সকাল থেকে শুরু হয়েছে সেনা-জঙ্গির গুলির লড়াই। প্রথমে ১ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যায়। 

অবন্তিপোরার কাছে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি চালাতে যায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় লড়াই। জানা যায় যে পহেলগাঁও হামলার পর যে ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ হয়েছিল তাদের মধ্যে ছিল এই ৩ জন। ৮ ঘন্টার মধ্যে ২টি অভিযান কাশ্মীরে ৬ জঙ্গি খতম।

Kashmir