/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : খেলার ছলে সেপটিক ট্যাঙ্কে (Septic Tank) পড়ে গিয়ে তিন নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হল ওড়িশার কটক জেলায়। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার কটক জেলায়।
ওড়িশার কটক জেলার বড়ম্বা (Badamba) ব্লকের রাগড়িপাড়া (Ragadipada) গ্রামে আজ সোমবার দুপুরবেলা ঘটেছে এই দুর্ঘটনাটি। নিহত এই তিন শিশুকে শুভম নায়েক (৩), শিবানি নায়েক (৭), এবং অঙ্কিত নায়েক (৯) হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা কটক জেলারই বড়াবাড়েনা এবং ইছাপুর গ্রামের বাসিন্দা ছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/nnO1qYyzhRwLPmVgOoaY.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, এই তিন শিশুই রাগড়িপাড়া গ্রামে তাদের মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানেই খেলার সময় তারা দুর্ঘটনাবশত সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। দীর্ঘক্ষণ ধরে এই তিন শিশুকে খুঁজে না পাওয়ায় এদের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় তাদের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে দ্রুত বড়ম্বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাদের তিন জনকেই 'মৃত' বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us