New Update
/anm-bengali/media/media_files/Ze6PtbdMUcfbEAnfThCM.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। জুলাই মাসে ফের সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে (DA Hike)। ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার সম্ভাবনা। শেষ দুই দফায় সরকার (Modi Govt) ডিএ ৪ শতাংশ বাড়িয়ে এখন সরকার যদি আবার ৪ শতাংশ ডিএ বাড়ায়, তাহলে কর্মচারীদের সোনায় সোহাগা। যেসব কর্মচারীদের বেসিক প্রতি মাসে ৫৬,৯০০ টাকা তাদের বেতন (Salary) প্রতি মাসে ২,১৮১ টাকা বাড়বে। অর্থাৎ বার্ষিক ভিত্তিতে ২৭,১৭৪ টাকা বাড়বে স্যালারি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us