ছত্তিশগড়ের সুকমায় আত্মসমর্পণ করলো ২৭ জন নকশাল !

বড় সাফল্য ছত্তিশগড়ে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : নকশাল-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এক বড় সাফল্যের ছবি দেখা গেল ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ বুধবার একসাথে ২৭ জন নকশাল আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ১৬ জনের মাথার উপর সম্মিলিতভাবে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল। এই খবরটি নিশ্চিত করেছেন ছত্তিশগড় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

naxal leaders

পুলিশের ওই কর্মকর্তা জানান,''নকশালদের সমাজের মূল স্রোতে ফেরাতে সরকারের নেওয়া নানান নীতির ফলেই এই বিপুল সংখ্যক সদস্য আত্মসমর্পণ করেছে।'' সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি নকশাল প্রভাবিত অঞ্চলে এক ইতিবাচক প্রভাব ফেলছে।