বৈদেশিক কূটনীতিতে বড় সাফল্য ! ভারতে ফেরানো হল ২৬/১১-র অভিযুক্ত তাহাউর রানাকে

বৈদেশিক কূটনীতিতে বড় সাফল্য ভারতের। অবশেষে ভারতে ফেরানো হল মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে।

author-image
Debjit Biswas
New Update
rana

নিজস্ব সংবাদদাতা : বৈদেশিক কূটনীতিতে এবার বড় সাফল্য পেল ভারত। ভারতে ফেরানো হল ২৬/১১-র অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে। ২৬/১১ এর মুম্বাই হামলার পর আমেরিকায় গা ঢাকা দিয়েছিল তাহাউর রানা। এরপর তাকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করে ভারত।

mumbai attack.jpg

'ভারতে ফিরবেন না' এই মর্মে বারবার আমেরিকার সর্বোচ্চ কোর্টে আবেদন করেছিল তাহাউর রানা। কিন্তু তার সমস্ত আবেদনকে নাকচ করে দিয়েছে আমেরিকার সর্বোচ্চ কোর্ট। এরপরেই তাহাউর রানাকে ভারতে ফেরানোর প্রক্রিয়ায় আরও গতি আসে, আর আজ এই তাহাউর রানা ভারতে এসে পৌঁছায়।