নিজস্ব সংবাদদাতা : বৈদেশিক কূটনীতিতে এবার বড় সাফল্য পেল ভারত। ভারতে ফেরানো হল ২৬/১১-র অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে। ২৬/১১ এর মুম্বাই হামলার পর আমেরিকায় গা ঢাকা দিয়েছিল তাহাউর রানা। এরপর তাকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করে ভারত।
/anm-bengali/media/media_files/mgNo8eaUoGQnUOoqTJcb.jpg)
'ভারতে ফিরবেন না' এই মর্মে বারবার আমেরিকার সর্বোচ্চ কোর্টে আবেদন করেছিল তাহাউর রানা। কিন্তু তার সমস্ত আবেদনকে নাকচ করে দিয়েছে আমেরিকার সর্বোচ্চ কোর্ট। এরপরেই তাহাউর রানাকে ভারতে ফেরানোর প্রক্রিয়ায় আরও গতি আসে, আর আজ এই তাহাউর রানা ভারতে এসে পৌঁছায়।