মৃত্যুমুখ থেকে বেরিয়ে রাজ্যে ফিরছেন ২৫০ জন

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ২৫০ জন যাত্রী একটি বিশেষ ট্রেনে রাজ্যে ফিরছেন। যাদের অধিকাংশই চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। ট্রেন নম্বর পি/১৩৬৭১ ভাদ্রক থেকে চেন্নাইয়ের দিকে যাত্রা শুরু করেছে।

author-image
Pritam Santra
New Update
coromandel express accident

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ২৫০ জন যাত্রী একটি বিশেষ ট্রেনে রাজ্যে ফিরছেন। যাদের অধিকাংশই চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। ট্রেন নম্বর পি/১৩৬৭১ ভাদ্রক থেকে চেন্নাইয়ের দিকে যাত্রা শুরু করেছে এবং বাহানাগা বাজারে দুর্ঘটনাস্থল থেকে আটকে পড়া যাত্রীদের নিয়ে রাত ৯.৩০ নাগাদ বিজয়ওয়াড়ায় পৌঁছাবে, যেখানে শনিবার রাতে নয় জন যাত্রীর রওনা হওয়ার কথা রয়েছে। সাউথ সেন্ট্রাল রেলওয়ে (এসসিআর) জোনের বিজয়ওয়াড়া রেল বিভাগের এক কর্মকর্তা শনিবার জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, চারজন যাত্রী বহরমপুরে, ৪১ জন বিশাখাপত্তনমে, একজন রাজামহেন্দ্রভারমে, দুজন তাদেপেলিগুডেমে এবং ১৩৩ জন চেন্নাইতে নামবেন।