/anm-bengali/media/media_files/ZUgItRyOr6nT5OganZmm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের রাজধানী দিল্লিতে (Delhi) মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। এবার এক তরুণীর মৃতদেহকে ঘিরে শোরগোল পড়ে গেল দেশে। ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশের দক্ষিণের ডিসিপি চন্দন চৌধুরী জানান, ‘দক্ষিণ দিল্লির মালব্য নগরের অরবিন্দ কলেজের কাছে ২৫ বছর বয়সী এক তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। তার দেহের কাছে একটি লোহার রড পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মেয়েটিকে রড দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পার্কের ভেতরে। নিহত তরুণী একটি কলেজের ছাত্রী। সে তার বন্ধুর সাথে পার্কে এসেছিল। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার দেহের কাছে একটি রডও পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।‘
Delhi | We received information that the body of a 25-year-old girl was found near Aurbindo College in South Delhi's Malviya Nagar. An iron rod was found near her body. According to a preliminary investigation, the girl was attacked with a rod. Further investigation is in… pic.twitter.com/eCOeVAd1yi
— ANI (@ANI) July 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us