“২৫ লক্ষ ভোট চুরি হয়েছে”— বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর

বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘পদ্ধতিগত ভোট চুরি’র অভিযোগ, ‘SIR’ ব্যবস্থাকে দায়ী করলেন কংগ্রেস নেতা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-09 9.43.47 AM

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রবিবার মধ্যপ্রদেশের পাচমাড়িতে এক জনসভায় তীব্র অভিযোগ তোলেন যে, সাম্প্রতিক নির্বাচনে ব্যাপক মাত্রায় ভোট চুরি (Vote Chori) হয়েছে। তাঁর ভাষায়, “২৫ লক্ষ ভোট চুরি হয়েছে। প্রতি আটটি ভোটের মধ্যে একটি করে ভোট চুরি হয়েছে।”

রাহুলের দাবি, এই ভোট কারচুপি শুধুমাত্র একটি রাজ্যে সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রদেশ, ছত্তীসগড় ও মহারাষ্ট্রেও একই ঘটনা ঘটেছে। তিনি বলেন, “তথ্য-প্রমাণ দেখার পর আমরা নিশ্চিত হয়েছি যে এটি একটি পদ্ধতিগত ভোট চুরি। এটি বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ কৌশল।”

কংগ্রেস নেতা আরও জানান, তাঁদের কাছে এর পুঙ্খানুপুঙ্খ প্রমাণ রয়েছে যা পরবর্তী সময়ে জনসমক্ষে প্রকাশ করা হবে। রাহুলের ভাষায়, “এটি কোনো একক ঘটনা নয়, বরং একটি সিস্টেমেটিক প্রক্রিয়া, যার মূল উদ্দেশ্য হলো গণতন্ত্রকে দুর্বল করা।”