New Update
/anm-bengali/media/media_files/D3w3jmnlyh06yz0rxn3J.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার বিজেপির তরফে পোস্ট করে জানানো হল, শ্রী রামের শ্বশুরবাড়িতে ২৫ জনকে আমন্ত্রণ করা হয়েছে। নেপালের জনকপুর থেকে কী উপহার যাচ্ছে অযোধ্যায়? সেই বিষয়েও জানানো হয়েছে। উপহারের তালিকায় রয়েছে, ১১০০ প্লেট জামাকাপড়, ফল, শুকনো ফল, ৫১ ধরনের মিষ্টি, ৫১ ধরনের দই, ৫১ ধরনের মাখন এবং ৫১ ধরনের রুপোর পাত্র।
শ্রী রামের শ্বশুরবাড়িতে ২৫ জন আমন্ত্রিত! pic.twitter.com/cEIuDpe0w0
— BJP West Bengal (@BJP4Bengal) January 9, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us