BREAKING: মাথার দাম ১ কোটিরও বেশি ! ছত্তিশগড়ে আত্মসমর্পণ করলো ২৩ জন নকশাল

ছত্তিশগড়ে বড় সাফল্য পেল পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ নকশাল বিরোধী আন্দোলনে ফের এক বড়মাপের সাফল্য পেল ছত্তিশগড় পুলিশ। আজ সুকমায়, ছত্তিশগড় পুলিশের কাছে প্রায় ২৩ জন কট্টরপন্থী নকশাল আত্মসমর্পণ করেছেন। এদের মাথার উপর মোট ১.১৮ কোটি টাকার পুরস্কার ছিল। এই আত্মসমর্পণকারীদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন। এই বিষয়ে সুকমার পুলিশ সুপার কিরণ চৌহান জানান, "এই ২৩ জন নকশালই কট্টরপন্থী মনোভাবের। এক্ষেত্রে সম্প্রতি রাজ্য সরকার, এদেরকে যেসমস্ত সুবিধা দেওয়ার নীতি গ্রহণ করেছে, সেই অনুযায়ী এদের সকলকেই সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে। আমি সকল নকশালপন্থীদের অনুরোধ করছি যে, আপনারাও হিংসা ছেড়ে জীবনের মূলস্রোতে ফিরে আসুন ও আত্মসমর্পণ করুন।"

ftgyuio