BREAKING: একের পর এক ২২ নকশাল নিকেশ! এল বড় সাফল্য

এল এই মুহূর্তের এক বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঙ্কের জেলায় দুটি পৃথক সংঘর্ষে ২২ নকশাল নিকেশ হয়েছে। আগে জানা গিয়েছিল যে গঙ্গালুর থানা সীমানার অধীনে বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তের বনাঞ্চলে সংঘর্ষে ১৮ জন নকশাল নিকেশ হয়েছে। এই তথ্য দেয় বিজাপুর পুলিশ। 

Naxal