জীবনের মূল স্রোতে ফিরলেন ২০৮ মাওবাদী ! মাওবাদ মুক্ত হচ্ছে একসময়ের শক্ত ঘাঁটি আবুজমাড়

দেখুন দিনের সবথেকে বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী আন্দোলনে এবার এক বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। আজ, শুক্রবার (১৭ অক্টোবর, ২০২৫) দণ্ডকারণ্য অঞ্চলে মোট ২০৮ জন মাওবাদী বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র সমেত আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরলেন। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এই আত্মসমর্পণের ফলে একসময়ের মাওবাদী ঘাঁটি বলে পরিচিত আবুজমাড়ের (Abujhmad) অধিকাংশ এলাকা নকশাল প্রভাবমুক্ত হয়ে গেল এবং উত্তর বস্তারেও লাল সন্ত্রাস প্রায় শেষ হয়ে গেল। এখন শুধু দক্ষিণ বস্তারই বাকি রইল।

এই ২০৮ জন নকশালের মধ্যে রয়েছেন ১১০ জন মহিলা ও ৯৮ জন পুলিশ। এই আত্মসমর্পণকারীদের মধ্যে ১ জন কেন্দ্রীয় কমিটি সদস্য (CCM), ৪ জন দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি (DKSZC) সদস্য এবং ২১ জন ডিভিশনাল কমিটি সদস্য (DVCMs) রয়েছেন। এছাড়াও রয়েছেন ৬১ জন এরিয়া কমিটি সদস্য, ৯৮ জন সাধারণ পার্টি সদস্য এবং ২২ জন অন্যান্য ইউনিটের সদস্য।

naxal leaders

এই অভিযানে বিপুল পরিমান অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্র অনুযায়ী মোট ১৫৩টি অস্ত্র আত্মসমর্পণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৯টি AK-47 রাইফেল, ১৭টি SLR রাইফেল, ২৩টি INSAS রাইফেল, ১টি INSAS LMG, ৩৬টি .303 রাইফেল এবং ৪টি কার্বাইন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে আত্মসমর্পণকারী সকল মাওবাদী সরকারি পুনর্বাসন নীতি (Rehabilitation Policy)-এর আওতায় সুযোগ-সুবিধা পাবেন।