“২০২০-র দিল্লি দাঙ্গা ছিল পরিকল্পিত, স্বতঃস্ফূর্ত নয়”— দাবি বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লার

“এই দাঙ্গার লক্ষ্য ছিল সরকার বদল, তৈরি হয়েছিল হিংসার টুলকিট; আদালত আম আদমি পার্টি নেতা তাহির হুসেন সম্পর্কে বহু কথা বলেছে,” মন্তব্য বিজেপি নেতার।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
shehzad poonawalaaq.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালের দিল্লি দাঙ্গা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা। তিনি দাবি করেন, দিল্লি পুলিশের সাম্প্রতিক প্রকাশিত তথ্য প্রমাণ করে যে এই দাঙ্গা ছিল না স্বতঃস্ফূর্ত, বরং “সরকার বদলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সংগঠিত।”

পুনাওয়াল্লা বলেন, “দিল্লি পুলিশের এই প্রকাশ স্পষ্ট করেছে যে ২০২০ সালের দাঙ্গাগুলি স্বতঃস্ফূর্ত নয়, বরং ‘স্পনসর্ড’ ছিল। এটি একটি সংগঠিত চক্রান্ত ছিল, যার লক্ষ্য ছিল ‘রেজিম চেঞ্জ’। সারা দেশে সহিংসতা ছড়ানোর জন্য একটি পূর্ণাঙ্গ টুলকিট তৈরি করা হয়েছিল।”

shehzadpoon2.jpgk

তিনি আরও বলেন, “এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী ছিলেন আম আদমি পার্টির নেতা তাহির হুসেন, যার সম্পর্কে আদালত ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। আজ স্পষ্ট—এটি ছিল এক ‘অ্যান্টি-হিন্দু’ ও ‘অ্যান্টি-ইন্ডিয়া’ দাঙ্গা। যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা ও সহিংসতা ছড়াতে চেয়েছিল, তারা ভারতকে দুর্বল করতে চেয়েছিল।”

বিজেপি মুখপাত্র কংগ্রেসের দিকেও সরাসরি আক্রমণ শানান। তাঁর কথায়, “প্রশ্ন হচ্ছে, কেন কংগ্রেস ও তার নেতারা এমন ব্যক্তিদের, যারা ভারতের শত্রু, তাদেরকে ‘ভিকটিম’ হিসেবে দেখানোর চেষ্টা করছে?”